নাইক্ষ্যংছড়িতে জরুরী ত্রাণ বিতরণে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর

ক্ষমতা নয়, জনগণের পাশে থাকা আওয়ামীলীগের মূল উদ্দেশ্য

tybbfffমো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি :

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং বলেছেন- বন্যায় জেলার প্রত্যেক এলাকায় কম বেশি রাস্তা-ঘাট ও সম্পদের ক্ষতি হয়েছে। এরপরও আমরা আশায় বুক বেধে আছি। কারণ বন্যায় বান্দরবানের মানুষের প্রত্যেকটা মুহুর্তের খবর খোদ প্রধানমন্ত্রী রেখেছেন। বন্যা পরবর্তী সময়ে জেলা-উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও আওয়ামীলীগের প্রত্যেকটা নেতাকর্মীদের মধ্যে যে মানবতাবোধ জেগেছে এজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। ক্ষমতা নয়, জনগণের আপদে বিপদে থাকাই আওয়ামীলীগের মূল উদ্দেশ্য। মানুষ আমাকে পাচঁ বার নির্বাচিত করেছে। ভাল লাগা আর ভালবাসার জন্য অনেকে ভোটের কথা বললেও তা আমি পছন্দ করি না। মানুষের দুসময়ে ভোটের রাজনীতি করার সময় নয়।৭ আগষ্ট শুক্রবার  সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ সংলগ্ন উম্মুক্ত মঞ্চে বন্যা দূর্গত মানুষের মাঝে জরুরী ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম শাহে দুল ইসলাম এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ কালে বীর বাহাদুর এমপি আরো বলেন- বর্তমান সরকার মানুষের কল্যানে কাজ করছে। এ সরকার জনবান্ধব সরকার। বন্যা, বৃষ্টি থাকবে এটি এখন আমাদের বাস্তব জীবনের সাথী। সমস্যা থাকবে সমাধানের পথও আছে। আওয়ামীলীগ মানুষের কল্যানের কথা ভাবে বলে যেকোন সময়, যেকোন ঘটনায় মানুষের পাশে দাড়ায়। বন্যায় সরকারী বিভিন্ন পর্যায় থেকে যতটুকু সম্ভব সহায়তা দেওয়া হয়েছে। বন্যা পরবর্তীতে যখন যা কিছু করার প্রয়োজন তা করার জন্য প্রধানমন্ত্রী আশ্বাস্থ করেছেন। হতাশ হওয়ার কোন কারনে নেই, বীর বাহাদুর যতদিন আছে বান্দরবানের উন্নয়নে সব সময় কাজ করা হবে।

 ত্রাণের অর্থ ভিক্ষা নয় জানিয়ে তিনি বলেন- মানবতার মূল্যবোধ থেকেই একে অপরকে সাহায্য করে। বাংলাদেশের মাথাপিছু জনগণের আয় বৃদ্ধি পেয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, স্কুলে ঝড়ে পড়া শিশুর হার কমেছে, মায়ের মৃত্যুর হার কমেছে, শিশু মৃত্যু হার কমেছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে। ফলে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। এ জন্য সারা বিশ্ব এখন বাংলাদেশকে উন্নয়নের রুল মডেল হিসেবে স্বীকৃতি দিচ্ছে।

উপজেলা ছাত্রলীগ সভাপতি চোচু মং মার্মার পরিচালয় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুনুর রশিদ খাঁন, পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লক্ষী পদ দাশ, ক্যউচিং চাক, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহামদ, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মংক্য চিং চৌধুরী, আবদুর রহিম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তাহের কোম্পানী, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শফি উল্লাহ।
এসময় অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের, বান্দরবান জেলা আওয়ামীলীগ নেতা একেএম জাহাঙ্গীর, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাদেক হোসেন চৌধুরী, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা, সদর ইউপি চেয়ারম্যান আবু সৈয়দ, মুক্তিযুদ্ধা কমান্ডার আলহাজ্ব রাজা মিয়া, মুক্তিযোদ্ধা মংশৈ ফ্রু চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারেক রহমান, যুবলীগ সভাপতি মো: জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবদু সাত্তারসহ আওয়ামীলীগ ও সহযোগী অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ শেষে প্রতিমন্ত্রী দুপুরে বান্দরবানের উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি ত্যাগ করেন।


শেয়ার করুন