কোরবানির গরু নিয়ে ফ্যাশন শো

120438_1সিটিএন ডেস্ক :

ঈদ-উল আজহা উপলক্ষে শনিবার সন্ধ্যায় ঢাকায় ড্যানিশ ডেইরি ফার্মের কার্যালয়ে অনুষ্ঠিত হয় গরু নিয়ে ফ্যাশন শো। আয়োজকরা বলেছেন দেশের সেরা ডেইরি ফার্ম ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতেই এ আয়োজন। কিন্তু হলো উল্টো।

প্রশংসা না পেয়ে বিতর্কের জন্ম দিলো এই ফ্যাশন শো। নেট দুনিয়ায় এ নিয়ে চলছে নানান তর্ক বিতর্ক।

একজন গরুর ফ্যাশন শোর ছবিগুলো ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘ফার্ম এর কোরবানির গরু নিয়ে ফ্যাশন শো? নিরীহ পশু নিয়ে ফাইজলামি? ধর্ম কি এই শিক্ষা দিয়েছে?’

অন্যদিকে আরেকজন তার ফেসবুকে লিখেছেন, ‘প্রিয় মডেল ভাই এবং বোনেরা আপনাদের দিন শেষ। আশা করছি মডেলিং শুধু মাত্র শুরু এর পর এই সব গরু ছাগল কে আমরা বড় পর্দায় দেখতে পাব। আমিন।

সাধারণ ফ্যাশন শোতে মডেলরা যেভাবে সেজে থাকেন, এই ফ্যাশন শোতে গরুদেরও আকর্ষণীয় করতে বিভিন্ন সাজে সাজানো হয়েছিল।

মডেলরা যেভাবে মঞ্চে ক্যাটওয়াক করেন ঠিক সেভাবেই গরুকে ক্যাটওয়াক করানো হয়েছে এখানে। আর এখান থেকে সেরা গরুগুলো বাছাই করা হয়েছে। জানা যায় প্রায় শতাধিক গরু এই ফ্যাশন শোতে অংশ নিয়েছিলো।

 


শেয়ার করুন