কোমেন ক্ষতিগ্রস্তের মধ্যে টেউটিন বিতরণ 

unnamedএম বশির উল্লাহ,মহেশখালী :

সম্প্রতি সময়ে ঘটে যাওয়া ঘূনীঝড় কোমেনের আঘাতে ক্ষতিগ্রস্ত মাঝে ৩ শত বান্ডিল টেউটিন বিতরণ করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় মহেশখালী উপজেলা উপ দ্বীপ হিসাবে খ্যাত ধলঘাটা ও মাতারবাড়িতে উক্ত টেউটিন গুলি বিতরণ করা হয়েছে। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার আবুুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত টেউটিন বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আস্তাভাজন তরুন এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ারুল নাসের, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম, প্রকল্প বায়স্তবায়ন কর্মকর্তা সফিউল আলম সাকিব, ধলঘাটা ইউপি চেয়ারম্যান আহছান উল্লাহ বাচ্ছু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুল হক প্রমুখ। এদিকে বিকাল ৩টায় মাতারবাড়িতে টেউটিন বিতরন করা হয়েছে।

এসময় আমন্ত্রিত অতিথি সহ আরো উপস্থিত ছিলেন মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান এনামুল হক রুহুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিএম ছমি উদ্দিন, সাধারন সম্পাদক আবু হায়দার, ছাত্রলীগ নেতা ওয়াজেদ আলী মুরাদ, শেখ কামাল, রিয়াজ মোর্শেদ, হালিমুর রশিদ,নুর উদ্দিন মাসুদ, কাইসার সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ সহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, দ্রুত সময়ে মধ্যে ধলঘাটা মাতারবাড়ি চতূর পাশে টেকসই বেড়িবাধ নির্মান করা হবে। আগামী ৫ বছরের ,মধ্যে অত্র ইউনিয়নটি উন্নত বিশ্বের মত একটি আধুনিক মডেল শহর হিসাবে গড়ে তুলা হবে। ধলঘাটা মাতারবাড়ি হবে সিঙ্গাপুর হবে অতি অল্প সময়ের মধ্যে।


শেয়ার করুন