কোকোকে ঘিরে রাজনৈতিক বিতর্ক

bnimg-209362-2012-11-01সিটিএন ডেস্ক:

ঢাকা: খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সক্রিয় রাজনীতি থেকে সব সময় দূরেই থেকেছেন। কিন্তু তাই বলে তাকে নিয়ে রাজনৈতিক বিতর্ক কম হয়নি। বিভিন্ন সময়ে নানা কারণে আলোচিত-সমালোচিত হয়েছেন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র।

১৯৮১ সালে জিয়াউর রহমান যখন এক সামরিক অভ্যুত্থানে নিহত হন, তখন আরাফাত রহমানের বয়স ছিল মাত্র ১২ বছর। টেলিভিশনে দুই নাবালক সন্তানের সঙ্গে খালেদা জিয়ার শোকার্ত ছবি সেসময় বাংলাদেশে তাদের পক্ষে বড় ধরণের সহানুভূতির ঢেউ তৈরি করে

কিন্তু এদের দুজনের এই নিস্কলুষ ভাবমূর্তি পরবর্তী জীবনে আর অক্ষুণ্ন থাকেনি।

২০০১ সালে চারদলীয় জোট নিয়ে খালেদা জিয়া যে সরকার গঠন করেন, সেই সরকারের আমলে তার দুই ছেলের বিরুদ্ধেই ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির নানা অভিযোগ উঠে।

আরাফাত রহমানকে তার বড় ভাই তারেক রহমানের মতো রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হতে দেখা যায়নি।

২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর অবশ্য আরাফাত রহমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত করা হয়েছিল।

২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর ওই বছর ৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাথেই ঢাকা সেনানিবাসে তাদের তখনকার বাড়ি থেকে আটক হয়েছিলেন আরাফাত রহমান কোকো।


শেয়ার করুন