কৈয়ারবিল জি.এম আনন্দ স্কুলে পাঠ্য বই বিতরণ

book বইকুতুবদিয়া প্রতিনিধি ৥

গত ১ জানুয়ারী সারাদেশের ন্যায় কুতুবদিয়া উপজেলার অন্তর্গত কৈয়ারবিল ইউনিয়নে অবস্থিত জি.এম আনন্দ  স্কুলে  সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে বিনা মূল্যে পাঠ্য বই বিতরণ ও শিশু বরণ উৎসব যথাযোগ্য মর্যদায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিনু আরা বেগমের  সভাপতিত্বে উৎযাপন হয়েছে। পাঠ্যবই বিতরণ ও শিশু বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড়ের ইউপি সদস্য তরুন আ’লীগ নেতা মীর কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা আনন্দ স্কুল শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাষ্টার কাইছার,সমাজ সেবক মোঃ ছৈয়দ,মৌলভী নুরুচ্ছাফা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৈয়ারবিল জি.এম আনন্দ স্কুলের শিক্ষক মোঃ নাছির উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আ’লীগ নেতা মীর কাশেম বলেন, বর্তমান সরকার সুশিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঝড়ে পড়া শিক্ষার্থীদের অক্ষর জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আনন্দ স্কুল প্রতিষ্ঠা করেছেন। এসব স্কুলে শিক্ষার্থীদের বিনা মূল্যে বই,খাতা,কলমসহ শিক্ষা ভাতা প্রদান করে যাচ্ছেন সরকার। যাহা বর্তমান সরকারের একটি মহতি উদ্যোগ। তাই ঝড়ে পড়া শিক্ষার্থীদের পড়ালেখার জন্য আনন্দ স্কুলের বিকল্প নেই। পরে প্রধান অতিথি কোমলমতি ছাত্র-ছাত্রীদের মিষ্টি মুখ করাইয়ে  লাল গোলাপ দিয়ে বরণ করে নতুন বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা।


শেয়ার করুন