কৈয়ারবিল চেয়ারম্যানের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

download (1)নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
চকরিয়ার কৈয়ারবলি ইউনিয়নে ঈদুল আযহার সামনে রেখে হত দরিদ্রদের মাঝে ত্রানের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। খোদ ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী চাল বিতরণে এ অনিয়মের আশ্রয় নিয়েছেন বলে জানান ভোক্তভোগিরা। এনিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। এমনকি অনিয়মের অভিযোগে চাল বিতরণ বন্ধ করে দেন স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, সাম্প্রতিক সময়ে চকরিয়ায় চার দফা ভয়াবহ বন্যায় ব্যাপক এলাকা ক্ষতিগ্রস্থ হয়। গরবী ও হতদরিদ্র মানুষের বাড়ি ঘর ভেঙ্গে গিয়ে সংকাটাপন্ন দিনযাপন করছিলো। বিভিন্ন এলাকায় খাদ্যের অভাবও দেখা দেয়। এ অবস্থায় সরকারের ত্রান ও পূর্নবাসন মন্ত্রনালয় থেকে দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য জরুরী ভিত্তিতে ত্রান হিসেবে চাল বরাদ্দ দেওয়া হয়। দূর্গত উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে ওই চাল বিতরণ করার আদেশ রয়েছে। কৈয়ারবিল ইউনিয়নেও ২হাজার পরিবারের মাঝে ৪০ কেজি ও ১২’শ পরিবারের মাঝে ১০ কেজি করে গত ২০সেপ্টেম্বর চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী চাল বিতরণ শুরু করেন। অভিযোগ উঠেছে, চাল বিতরণের ক্ষেত্রে চেয়ারম্যান চরম অনিয়ম ও দূর্নীতির আশ্রয় নিয়েছে। ভোক্তভুগিরা জানান, প্রথম দিন প্রতি পরিবার ৪০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও তাদেরকে দেওয়া হয়েছে ২৫ থেকে ৩০কেজি। দ্বিতীয় দিন প্রতি পরিবার ১০ কেজি করে চাল বিতরণের নিয়ম থাকলেও সেখানে দেওয়া হয়েছে ৫থেকে ৬কেজি। এভাবে দুইদিনে প্রায় ৩২’শ পরিবারের মাঝে চাল বিতরণ করতে গিয়ে চেয়ারম্যান ও মেম্বার মিলে বিপুল পরিমাণ চাল আত্মসাৎ করেছেন বলে জানান স্থানীয় এলাকাবাসি। এদিকে ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী জানান, স্থানীয় আওয়ামীলীগ নেতাদের উপস্থিতিতে এ চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেককে দুস্থদের নির্ধারিতহারে চাল বিতরণ করা হয়। এখানে কোন অনিয়ম বা চাল কম দেওয়া হয়নি।


শেয়ার করুন