কূপ খনন করে স্ত্রীকে উপহার!

1462696989-bapurao-tajneঅনলাইন ডেস্কে:

ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামে ১৫ ফুট কূপ একাই খনন করেছেন বাপুরাও নামের এক দিনমজুর। ছবি : সংগৃহীত
‘পর্বত মানুষ’ দশরথ মাঝি তিনি নন। তিনি পাহাড় কেটে রাস্তাও তৈরি করেননি। তবে স্ত্রীকে প্রেম নিবেদনে তিনি যা করেছেন, তাতে বিস্মিত সবাই। পাড়ার এক কূপের মালিক তাঁর স্ত্রীকে পানি তুলতে দেননি; বরং অপমান করেছেন। স্ত্রীর কষ্ট লাঘব করতে একাই কূপ খনন করেছেন বাপুরাও তাজনি। চার-পাঁচজনের কাজ একাই করেছেন তিনি। এখন পাড়ার লোকেরা তাঁদের কূপ থেকে পানি নিতে আসছেন। তবে তাঁর কথা হচ্ছে, কাউকে পানি নিতে বারণ করা যাবে না।

টাইমস অব ইন্ডিয়ার আজ রোববারের এক প্রতিবেদনে বাপুরাও তাজনির এই কৃতিত্বপূর্ণ কাহিনী তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের মহারাষ্ট্রের ভাশিম জেলার কলমবেশ্বর গ্রামের দিনমজুর বাপুরাও তাজনি। এর আগে কখনো তিনি কূপ খনন করেননি। তবে প্রতিদিন ছয় ঘণ্টা করে ৪০ দিনে কূপ খনন করেছেন। এ ক্ষেত্রে তাঁর পরিবার বা অন্য কেউ তাঁকে সাহায্য করেনি। অন্যরা ভেবেছিল, তিনি উন্মাদ হয়ে গেছেন।
বাপুরাও যেখানে কূপ খনন করেন, ওই এলাকায় আরো তিনটি কূপ আছে। এতে ভূগর্ভস্থ মাটির স্তরে পানির দেখা পেতে তাঁকে অনেকই প্রার্থনা করতে হয়েছে। এ নিয়ে গ্রামবাসী তাঁকে প্রায়ই বকাঝকা করতেন। তবে তিনি পিছিয়ে যাননি।

বাপুরাও তাজনি বলেন, ‘আমরা গরিব ও দলিত বলে আমার স্ত্রীকে অপমান করেছে। যে তা করেছে, তাকে আমি কিছু বলিনি। আমি গ্রামের মানুষের সঙ্গে ঝগড়া করতে চাইনে।’

গত মার্চ মাসে কূপ খনন শুরু করেছিলেন বাপুরাও। তিনি বলেন, ‘আমি পানির জন্য আর কারো কাছে ধরনা দিতে চাইনি। তাই শহর থেকে যন্ত্রপাতি এনে কূপ খনন শুরু করি।’

বাপুরাওয়ের স্ত্রী সংগীতা বলেন, ‘আমি তাঁকে (তাজনি) কখনো সাহায্য করিনি। তবে যখন পানির দেখা মিলল, তখন সবাই তাঁকে সাহায্য করি।’

কূপটি এখন ১৫ ফুট পর্যন্ত গভীর করা হয়েছে। এটি আরো পাঁচ ফুট খনন করতে চান বাপুরাও


শেয়ার করুন