কুরবানির ঈদে ‘শখে’র গোসলে সমুদ্রে প্রাণ গেল দুই কিশোরির

120855_1

বিশেষ প্রতিবেদক

সিটিএন টুয়েন্টিফোর ডটকম

কোরবানি ঈদের ছুটিতে ‘শখ’ করে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে দুই কিশোরির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও এক কিশোরকে মুর্মূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিহত দুই কিশোর হলো কক্সবাজার শহরের পশ্চিম লারপাড়া এলাকার লোকমান হাকিমের মেয়ে তাসমিনা আকতার (১০) ও একই এলাকার আরেক কিশোরি মিনা আকতার (১২)। তার বাবার নাম জানা যায়নি।
অসুস্থ হয়ে পড়া শিশুটি হলো একই এলাকার নাসির আহমদের ছেলে মোহাম্মদ ইউনুস (৭)। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোরবানি ঈদের দ্বিতীয় দিন শনিবার দুপুরে সৈকতের লাবণী পয়েন্টে ওই ঘটনা ঘটে। কক্সবাজার দমকল সার্ভিসের অপারেশন কমান্ডার আব্দুল মজিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কক্সবাজার দমকল সার্ভিসের কর্মকর্তা আব্দুল মজিদ সাংবাদিকদের জানান, বেলা দেড়টার দিকে ছয় শিশু-কিশোর গোসল করতে লাবণী পয়েন্ট দিয়ে সমুদ্রে নামে। এক সময় ঢেউয়ের তোড়ে তাদের তিনজন ভেসে যায়। পর সমুদ্র সৈকতে দায়িত্বরত রবি লাইফ গার্ডের সদস্যরা তাদের উদ্ধার করেন।
তার দাবি, হাসপাতালে নেয়ার পর দুই কিশোরীর মৃত্যু হয়।
তবে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উত্তম কুমার বড়ুয়া জানান, দুই কিশোরীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আগেই তাদের মৃত্যু হয়েছে।
তিনি জানান, অসুস্থ শিশু ইউনুসকে অক্সিজেন দেয়া হয়েছে। সে সুস্থ হয়ে উঠছে।


শেয়ার করুন