কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার পরিকল্পনা আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে আরো দুটি বিভাগ করার পরিকল্পনা আছে। তিনি বলেন, ‘বৃহত্তর কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার পরিকল্পনা আছে আমাদের।’

বুধবার কুর্মিটোলা র‌্যাব সদর দপ্তরে র‌্যাবের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সময় দেশে সাড়ে সাত কোটি মানুষ ছিল। যা এখন ১৬ কোটি। তাদের সঠিক সেবা দিতে প্রশাসনকেও ঢেলে সাজানো দরকার। সেটা আমরা করছি। র‌্যাবের অবকাঠামোগত সুযোগ বৃদ্ধির ব্যবস্থাও নিয়েছি। ২০১৫ থেকে এ পযন্ত র‌্যাবের বাজেট দ্বিগুণ বাড়ানো হয়েছে।’

এ সময় দেশের আইন শৃঙ্খলা রক্ষায় যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছে র‌্যাব, বিশেষ করে জঙ্গিবাদ দমনে এ বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে রাজনৈতিক দলগুলো সন্ত্রাসী কর্মকান্ড চালালে জঙ্গিরা উৎসাহিত হয়। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনে র‌্যাব সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।


শেয়ার করুন