কুমিল্লায় পেট্রোলবোমায় পুড়ে নিহত ৭, দগ্ধ ১৭

সিটিএন ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা হামলায় অন্তত ৭ জন পুড়ে মারা গেছেন। এ ঘটনায় আরো অন্তত ১৭ জন অগ্নিদগ্ধ হয়েছেন।

সোমবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। বাসটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল।

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে তিনটার দিকে বাসটিতে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বাসের মধ্যেই সাতজন পুড়ে হয়ে মারা গেছেন। অগ্নিদগ্ধ হয়েছেন আরও ১৭ জন। পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় নিহতরা নারী নাকি পুরুষ তা বোঝা যাচ্ছে না।

হামলার বেশ কিছুক্ষণ পর দমকল কর্মীরা আগুন নেভানোর পর পুলিশ ওই সাতজনের পোড়া মৃতদেহ উদ্ধার করে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনির হোসেন জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে বাসটিতে আগুন ধরে যায়। পুড়ে মারা যায় ৭ যাত্রী।

আহত ১৬ জনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী উত্তম কুমার চক্রবর্তী জানান, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।


শেয়ার করুন