কুতুবদিয়া ট্রলার আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

1d74fe83-4aa9-45ad-8c8d-2dad9ccd6946নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া

গত ৮ এপ্রিল দুপুর আনুমানিক ৩টার সময় কুতুবদিয়ার এক মালবাহী ট্রলার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনের সুত্রপাত কোথায় থেকে উৎপত্তি হয়েছে তা সঠিক ভাবে বলা যাচ্ছেনা। প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ, উত্তর ধূরুং ইউনিয়নের কায়ছার পাড়া এলাকার মৃত মোহাম্মদ ধলুর পুত্র হাবিবুল্লাহর মালিকানাধীন এম.বি মায়ের দোয়া ট্রলার প্রতিদিনের ন্যায় মাঝিসহ ১১ জন শ্রমিক নিয়ে বাঁশখালীর বাংলা বাজার থেকে শুকনো খড় নিয়ে কুতুবদিয়া চ্যানেলে আসার পথে আকষ্মিক আগুন ধরে যায়। ট্রলারে আগুন দেখে শ্রমিকরা সমুদ্রে লাফ দিয়ে সাতার কেটে তীরে চলে আসলেও ট্রলারের মাঝি এবং অবশিষ্ট অংশ ভাঁসতে ভাঁসতে বাঁশখালীর তীরে পৌঁছে। এ সময় ট্রলারের মাঝি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে। এলাকাবাসী এসে ট্রলারের আগুন নিয়ন্ত্রন করে ট্রলার মাঝিকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে ভর্তি করান। এতে প্রাথমিক ভাবে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে ট্রলার মাঝি খোরশেদ আলম জানায়,দুপুর আনুমানিক ৩টার সময় বাঁশখালীর বাংলা বাজার থেকে শুকনো খড় ভর্তি করে সমুদ্রের খাড়ি এলাকায় পৌঁছলে অথাৎ ১০ মিনিটের মাথায় আগুন দেখা যায়। শ্রমিকদের ব্যবহারিত বিড়ির আগুন থেকে নাকি মেশিন থেকে আগুনের সুত্রপাত হয়েছে তা সঠিক ভাবে বলা যাচ্ছেনা। এ ব্যাপারে ট্রলার মালিক হাবিবুল্লাহ জানায়,গত বর্ষা মৌসুমে উপজেলার উত্তর জোনে সমুদ্রের লোনা পানি প্রবেশ করলে এ এলাকার ফসলি জমির মারাতœক ভাবে ক্ষয়-ক্ষতি হয়। এ কারণে এ এলাকায় শুকনো খড়ের অভাব দেখা দিলে গত বছর ঋন নিয়ে ট্রলারটি নির্মান করা হয়। সেই থেকেই বাঁশখালীর বাংলা বাজার এলাকা হতে স্থানীয় লোকজন ট্রলারটি ভাড়া করে শুকনো খড় আনতো। গতকাল আকষ্মিক অগ্নিকান্ডে ট্রলারটি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।


শেয়ার করুন