কুতুবদিয়ায় রোয়ানুর ক্ষতিগ্রস্ত এলাকায় ইউনিসেফের ত্রাণ কিড বিতরণ

Tran bitron pic-1
নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া।
কুতুবদিয়া উপজেলায় ১৯ জুলাই ঘূর্ণিঝড় রোয়ানুর ক্ষতিগ্রস্ত এলাকায় আর্ন্তজাতিক দাতা সংস্থা ইউনিসেফের অর্থায়নে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ত্রাণ সামগ্রী কিড বিতরণ করা হয়েছে। সকাল ১১ টায় উপজেলার আলী আকবর ড়েইল ইউনিয়নে ত্রাণ সামগ্রী কিড বিতরণ উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সালেহীন তানভীর গাজি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন,আলী আকবর ড়েইল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুচ্ছাফা বি.কম,প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সিকদার,ইউপি সদস্য যথাক্রমে আকতার কামাল সিকদার,আব্দুল মোতালেব,হারুনুর রশিদ,আকতার সওদাগর,নলকূপ মেকানিক আবু সাদেক ছিদ্দিকী,আবু জাফর,শাহা আলম,মিজানুর রহমান,মহিউদ্দিন,রাজিব শীলসহ স্থানীয় সংবাদকর্মী,গণ্যমান্য ব্যাক্তিবর্গ,ইউনিয়ন পরিষদের অন্যান্যা সদস্য বৃন্দরা। পরে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নে ২শত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী কিড বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ হোসেন ও উত্তর ধূরুং ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিউল মোরশেদ,সাধারন সম্পাদক মামুনুল ইসলাম কপিলসহ অন্যান্য ইউপি সদস্যরা। এ ব্যাপারে জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন জানায়,আর্ন্তজাতিক দাতা সংস্থা ইউনিসেফের অর্থায়নে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার রোয়ানুর ক্ষতিগ্রস্থ আলী আকবর ড়েইল ও উত্তর ধূরুং ইউনিয়নের ২শত করে ৪শত পরিবার এবং কৈয়ারবিল ইউনিয়নে ১শত পরিবারসহ মোট ৫শত পরিবারের মধ্যে ১১ প্রকারের ত্রাণ সামগ্রী কিড বিতরণ করা হয়েছে। এ সব এলাকার জন্য দাতা সংস্থার পক্ষ থেকে আরও ত্রাণ সামগ্রী আসতে পারে।


শেয়ার করুন