কুতুবদিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া:
কুতুবদিয়া উপজেলায় রবিবার রাত ৮টার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১ গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘঠেছে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের চাঁদ মিয়া পাড়ায় (টিএ›ড টি কলোনীতে)। নিহত গৃহবধু হলেন, ঐ এলাাকার মোঃ জসিম উদ্দিনের স্ত্রী ২ সন্তানের জননী শারমিন আক্তার শামু (২৬)।
প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ, পিডিবির জেনারেটরের মাধ্যমে উপজেলা সদরে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করে থাকেন। প্রতিদিনের ন্যায় বিদ্যুৎ সরবরাহ করে পিডিবি কর্তৃপক্ষ। রাত ৮টার সময় জসিম উদ্দিনের স্ত্রী বৈদ্যুতিক স্টেন্ড ফ্যান ফিরাতে গিয়ে বিদ্যুৎ এর শক লেগে থাকতে দেখে তার ৪ বছর বয়সী ছেলে আরিক মাকে স্পর্শ না করে চিৎকার করতে থাকে। এলাকাবাসী চিৎকার শুনে এসে পিডিবি কর্তৃপক্ষকে জানালে পিডিবি তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। পরে শারমিন আকতারকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাসহ একদল চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন