কুতুবদিয়ায় বজ্রপাতে আহত-১

__-_-__নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া :

বর্ষার ভারি বর্ষণ শুরু হলে কুতুবদিয়া উপকূলের নোনা জলে প্লাবিত এলাকার মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। গত শুক্রবার গভীর রাত হতে বৃষ্টি শুরু হয়। মোষলধারে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বজ্রপাতও থেমে নেই।

শনিবার সকাল (১১জুন) সাড়ে নয়টার দিকে লেমশীখালী ইউনিয়নের ছিদ্দিক হাজির পাড়ার সিরাজুল ইসলামের ছেলে নুরুল আলম (৪৫) বিসিক এলাকায় লবণ মাঠের গর্তে রাখা লবণ ঠিক আছে কিনা তা দেখার জন্য যায়। এ অবস্থায় বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে সে লবণ মাঠ থেকে বাড়ি ফিরে যাওয়ার পথে বিসিক প্রকল্পের অফিসের পাশে বজ্রপাতের আঘাত লাগে তার শরীরে। এক পর্যায়ে বজ্রপাতের আঘাতে সে জ্ঞান হারিয়ে পেলে।

বৃষ্টি থামার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসে। তার স্বরনে আসে তার নিকট থাকা মোবাইলের মাধ্যমে ছোট ভাই রুবেলকে আহতের খবর জানায়। তাৎক্ষনিক রুবেল লোকজন নিয়ে নুরুল আলমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ রির্পোট লেখা পর্যন্ত নুরুল আলম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের চিকিৎসক (ইউএইচও) মেজবাহ উদ্দিন জানান, বজ্রপাতে সামান্য আঘাত লেগেছে।


শেয়ার করুন