প্রশাসনের দূর্বলতার কারণে সহিংসতার অভিযোগ প্রার্থীদের

কুতুবদিয়ায় চার প্রার্থীর ভোট বজর্ন : আ’লীগ-২,বিএনপি-৩,জামায়াত-১ 

f9fd361e-f8ed-4df5-9685-4da90a9058b6নিজস্ব প্রতিনিধি :

কক্সবাজারের কুতুবদিয়ায়  ২২ মার্চের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট বর্জন করেছে আ’লীগ ও বিএনপির চার চেয়ারম্যান প্রার্থী। তারা হলেন, উত্তর ধুরুং ইউনিয়নের আ’লীগের প্রার্থী ইয়াহিয়া খান কুতুবী,বড়ঘোপ ইউনিয়নে বিএনপির প্রার্থী সাবেক চেয়ারম্যান মোবারক হোছাইন, বিএনপির বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আলহাজ শাকের উল্লাহ এবং আলী আকবর ডেইল ইউনিয়নের ধানের শীষ প্রতীকের প্রার্থী ফিরোজ খাঁন চৌধুরী। নির্বাচন চলাকালীন সময়ে (২২মার্চ) সকাল ১১ টার দিকে সহিংসতা দেখে বিএনপির তিন প্রার্থী সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন। তার পাশাপশি আ’লীগের প্রার্থী মোঃ ইয়াহিয়া খান কুতুবী দুপুর দেড়টায় সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষনা দেন। এ সহিংসতায় ৭২জন আহত হয়েছে। তারপরও কুতুবদিয়া দ্বীপের ৬ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপজেলা প্রশাসন বেসরকারিভাবে ৬ চেয়ারম্যানকে বিজয়ী ঘোষনা করেন।

বিজয়ী চেয়ারম্যানদের মধ্যে আলী আকবর ডেইল ইউনিয়নের চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুচ্চফা এমএম ৫২৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী ফিরোজ খান চৌধূরী ২৮৭৪ ভোট পেয়েছে। বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান পদে কক্বাজার জেলা আ’লীগের নেতা নৌকার প্রতীক নিয়ে এডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরী ৮৬০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী স্বতন্ত্রপ্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে আলহাজ শাকের উল্লাহ ২২৮৯ ভোট, কৈয়ারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী জালাল আহমদ ১৯৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির বিদ্রোহীপ্রার্থী আনারস প্রতীক নিয়ে আবু মুছা কুতুবী ১৭৬৯ ভোট পেয়েছে।

লেমশীখালী ইউনিয়নে বিএনপির প্রার্থী আকতার হোছাইন ৫০৬৩ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আ’লীগের প্রার্থী ছৈয়দ আহমদ কুতুবী ২৩৭৪ ভোট পেয়েছেন। দক্ষিণ ধুরুং ইউনিয়নে বিএনপির প্রার্থী ছৈয়দ আহমদ চৌধূরী ৩৩০৮ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন আল আযাদ ৩১০৩ ভোট পেয়েছেন। উত্তর ধুরুং ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী উপজেলা জামায়াতের সেক্রেটারী আ,স,ম শাহরিয়ার চৌধূরী ৪৫১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্ধী আ’লীগের প্রার্থী মোঃ ইয়াহিয়া খান কুতুবী ২৬৩০ ভোট পেয়েছেন।


শেয়ার করুন