কুতুবদিয়ায় অসহায় ব্যক্তির লবন মাঠ দখল

নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া:

কুতুবদিয়ায় এক অসহায় ব্যক্তির দাখিলাভুক্ত লবন মাঠ দখল করে নিয়েছে প্রভাবশালী ভূমিদস্যুরা। ঘটনাটি ঘঠেছে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনী গ্রামে। গতকাল সরজমিনে গেলে দেখা যায় বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনী গ্রামের ছৈয়দ আহম্মদের পুত্র মোহাম্মদ হোসেনের দীর্ঘ দিনের ভোগ দখলিয় দাখিলাভুক্ত(দাখিলা নং ২৬২) ২০ শতক লবণ মাঠের প্রায় ৫শতক জায়গা দখল করে ঐ মাঠে গভীর গর্ত খনন করে মাটি ভরাট করে দখলে নিয়েছে একই এলাকার প্রভাবশালী ভূমিদস্যু নুর মোহাম্মদের পুত্র মোঃ লেদু ও তার ছেলেরা। এ ব্যাপারে দাখিলাভুক্ত লবণ মাঠের মালিক মোঃ হোসেন জানায়, আমার নামে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ মৌজার ২৬২ নং দাখিলাভূক্ত লবণ মাঠের খাজেনা নিয়মিত পরিশোধ করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি। গত এক সপ্তাহ পূর্বে একই এলাকার প্রভাবশালী ব্যাক্তিরা আমার মালিকানাধীন লবণ মাঠে প্রথমে বাহির থেকে মাটি এনে মাটির স্তুপ করে রাখে। তখন বাঁধা দিলে ভূমিদস্যু মোঃ লেদু জানায় তার বাড়ির জন্য মাটি এনেছে। গতকাল লোকজন নিয়ে আমার লবণ মাঠে গভীর গর্ত করে প্রায় ৫শতক লবন মাঠ ভরাট করে দখল করে নিয়েছে। এ ব্যাপারে স্থানীয় মোহাম্মদ বাবুল জানায়, মোঃ হোসেনের দীর্ঘদিন ধরে ভোগ দখলীয় দাখিলাভূক্ত লবন মাঠ স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা প্রথমে তাদের বাড়ির জন্য আনা মাটি রাখার কথা বলে এখন দখল করে নিয়েছে দোকানঘর নির্মাণ করার জন্য। এ ব্যাপারে অভিযুক্ত মোঃ লেদুর সাথে কথা হলে তিনি জানায় দোকান ঘর নির্মাণ করার জন্য ভরাট করা মাটি অধিকাংশ বাহির থেকে আনা হয়েছে। আমার মাথাখিলা জমি ভরাট করেছি। এ ব্যাপারে এখনো মামলা হয়নি,ভূমিদস্যুদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় লবণ মাঠের মালিক মোঃ হোসেন।


শেয়ার করুন