কুখ্যাত গুয়ান্তানামো কারাগার বন্ধের কাজ ‘প্রায় শেষ’

114740_1কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগার বন্ধের কাজ ‘প্রায় শেষের পথে’ বলে জানাচ্ছে মার্কিন সরকার। হোয়াইট হাউজের মুখপাত্র জশ আর্নেষ্ট বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থেই করা হবে। গুয়ান্তানামো বে থেকে ১২২ জন বাদে বাকি সব কারাবন্দীকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৮ সালে প্রথম দফায় নির্বাচিত হওয়ার দুমাসের মাথায় ২০১০ সালের মধ্যে এটি বন্ধের নির্দেশনা দিয়েছিলেন। তবে কংগ্রেসের বিরোধিতার মুখে তা সম্ভব হয়নি। ২০০২ সালে জর্জ বুশ প্রেসিডেন্ট থাকাকালীন এই বন্দিশালার প্রবর্তন করেন। তার সরকারের ভাষ্য, যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক ব্যক্তিদের আটক রাখতে এটি করা হয়েছে।

কিন্তু এই কারাগারে কোন ধরনের আনুষ্ঠানিক অভিযোগপত্র ছাড়া বন্দিদের আটক রাখা ও তাদের জিজ্ঞাসাবাদের সময় ভয়াবহ নির্যাতনের ব্যাপক অভিযোগ ওঠে। কারাগার থেকে বেরিয়ে অনেক বন্দি তার বর্ণনা দিয়েছেন।

সূত্র: বিবিসি


শেয়ার করুন