কার হাত থেকে কে কাকে বাঁচায়?

169574_1পুলিশের হাত থেকে এক তরুণীকে ছাড়িয়ে নেয়ার প্রাণপন চেষ্টা করছে এক পথ কুকুর। এমন একটি ছবি স্যোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মঙ্গলবার ঢাকার জাতীয় প্রেসক্লাব এলাকায় এই বিরল ঘটনা ঘটে। কুকুরের এহেন কাণ্ডে বিস্মিত পুলিশসহ প্রত্যক্ষদর্শী সবাই।

রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় হরতাল চলাকালীন কয়েকজন হরতাল সমর্থনকারীকে আটক করে পুলিশ। এসময় একটি কুকুর কোত্থেকে এসে পুলিশের হাতে আটককৃত এক তরুণীর জামা ধরে টানতে শুরু করে। বারবার কুকুরটি তরুণীকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে।

সেখানে অবস্থানকারী রেহমান আসাদ নামের এক প্রত্যক্ষদর্শীর মোবাইল ক্যামেরায় ছবিটি ধরা পড়ে। পরে ফেসবুকের মাধ্যমে তা ছড়িয়ে যায়।

কুকুরটি তরুণীর পরিচিত নয়, রাস্তার কুকুর। এই নিয়ে রীতিমতো বিস্মিত সোশ্যাল মিডিয়াও।

এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন গণজাগরন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি লিখেছেন-16996152_397314890622761_6658715899230755080_nকার হাত থেকে কে কাকে বাঁচায়?

কুকুরের হাত থেকে মানুষকে বাঁচানোর কথা পুলিশের অথচ এখন পুলিশের হাত থেকেই মানুষকে বাঁচায় কুকুর! হায়রে!!


শেয়ার করুন