কারাগারে থেকেই জামায়াত নেতা চেয়ারম্যান নির্বাচিত

120570_1সিটিএন ডেস্ক :

কারাগারে থেকেই চেয়ারম্যান নির্বাচিত হলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী।

পাগড়ী প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪৪৫০ ভোট। তার নিকটতম প্রতিদন্দ্বী মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সাহেবী টুপি প্রতীকে পেয়েছেন ৩৭৩৩ ভোট। ৭১৭ ভোটের ব্যবধানে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে কারারুদ্ধ এ জামায়াত নেতাকে।

তফসিল ঘোষণার পরপরই গ্রেপ্তার হন মাওলানা নুরুল আলম।

সোমবার লোহাগড়ার তিনটি ইউনিয়নে নির্বাচন হয়। এতে লোহাগাড়া সদর ও আধুনগরে প্রার্থী না দিলেও আমিরাবাদে প্রার্থী দেয় জামায়াত।

জামায়াতপন্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এস এম লুৎফর রহমান বলেন, লোহাগাড়া-সাতকানিয়া হচ্ছে ইসলামপন্থীদের দূর্গ। অন্য দুই ইউনিয়নে প্রার্থী দিলেও একই ফলাফল হতো বলে দাবি করেন তিনি।


শেয়ার করুন