শিক্ষককের উপর হামলার জের

কলাতলীতে কক্সবাজার কলেজ ছাত্রদের সড়ক অবরোধ

IMG_20160305_165557-copy-640x393 copyশাহেদ ইমরান মিজান, সিটিএন:
শিক্ষকের উপর হামলার জের ধরে শহরের কলাতলী সাংস্কৃতি কেন্দ্র এলাকায় সড়ক অবরোধ করেছে কক্সবাজার সরকারি কলেজ শিক্ষার্থীরা। শনিবার বিকাল ৪ থেকে সাড়ে ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল। এতে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে।
ঘটনাস্থলে এক প্রত্যক্ষদর্শী জানান, আজ শনিবার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার কলেজের একটি অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে যোগ দিতে কলেজের বেশ কয়েকজন শিক্ষকসহ বিপুল শিক্ষার্থী সেখানে অবস্থান করে। অনুষ্ঠানে পাশের দোকানে আইসক্রিম খেতে গেলে সেখানে তাদের সাথে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে তা বড় ঘটনায় রূপ নেয়। সেখানেই কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক মোঃ নুরের উপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এই ঘটনা ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তারা দীর্ঘ আড়াই ঘন্টা ধরে অবরোধ অব্যাহত রাখে। শেষ খবর মতে, পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।
এদিকে শিক্ষার্থীদের দীর্ঘ অবরোধে বন্ধ রয়েছে সব ধরণের যানবাহন। এতে দুর্ভোগে পড়ে পর্যটক সাধারণ যাত্রীরা।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।


শেয়ার করুন