কবি আল মাহমুদের সুস্থতা কামনায় কক্সবাজার সাহিত্য পরিষদের দোয়া মাহফিল 

আধুনিক বাংলা সাহিত্যের প্রধান কবি আল মাহমুদের সুস্থতা কামনায় কক্সবাজার সাহিত্য পরিষদের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক হুমায়ুন সিকদার। প্রধান অতিথি ছিলেন দৈনিক হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক হাসানুর রশিদ। পরিষদের সেক্রেটারি ইসলাম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি মোঃ জামাল হোসাইন চৌং। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সহ সেক্রেটারি হাকিম আলী, মোহাম্মদ হোছাইন, মিসবাহ উদ্দিন বাহাদুর ও জসিম উদ্দিন। স্বরচিত কবিতা আবৃত্তি করেন পরিষদের সহ সেক্রেটারি মাহবুবুল হক। প্রধান অতিথির বক্তব্যে হাসানুর রশিদ বলেন, কবি আল মাহমুদকে অনেকে ডানপন্থী কবি হিসেবে বিবেচনা করলেও তিনি আসলে একজন দেশপ্রেমিক আদর্শবান কবি। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং যুদ্ধের পর দৈনিক গণকন্ঠ নামক পত্রিকার সম্পাদক হিসেবে যোগ দেন। তিনি আরো বলেন, বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ তাকে মূল্যায়ন না করলেও ১৯৭৫ সালে বঙ্গবন্ধু তাকে শিল্পকলা একাডেমীর গবেষনা ও প্রকাশনা বিভাগের সহ পরিচালক হিসেবে নিয়োগ দেন। দীর্ঘদিন দ্বায়িত্ব পালনের পর তিনি পরিচালকও হয়েছিলেন। সাহিত্য পরিষদের মাধ্যমে এ তথ্যসমুহ তিনি জাতির কাছে তুলে ধরার আহবান জানান এবং তার সুস্থতা কামনা করেন। সভাপতির বক্তব্যে হুমায়ুন সিকদার বলেন, বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে চেতনায় ও বাকভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। তার চেতনায় উজ্জ্বিবীত হয়ে আমাদেরকে সাহিত্য জগতে আরো সক্রিয় হতে হবে এবং চলমান ধারা অব্যাহত রাখতে হবে। তাই তিনি পরিষদের সদস্যদের সাহিত্য নিয়ে বেশি বেশি অধ্যায়নের পরামর্শ দেন এবং পরিষদের নির্দিষ্ট সময়ের আসরগুলোতে অংশগ্রহণের অনুরোধ জানান। পরিশেষে কবি আল মাহমুদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


শেয়ার করুন