মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রী

কথা দিয়েছিলাম পদ্মা সেতুর, নির্মাণ শুরু হলো

128232_1সিটিএন ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কথা দিয়েছিলাম পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করব, নির্মাণ কাজ শুরু হয়ে গেল। গত নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলেই এতো বিশাল সেতুর কাজ শুরু সম্ভব হয়েছে।

শনিবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজংয়ের উত্তর মেদেনীমণ্ডলের খানবাড়িতে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। দুপুরে স্বপ্নের পদ্মাসেতুর নির্মাণ কাজের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এ সভায় যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, আজ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করলাম। এ সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরো সহজ হয়ে যাবে। ২০০১ সালেই আমরা এ কার্যক্রম শুরু করি। কিন্তু বিএনপি-জামায়াত সরকার এসে তা বন্ধ করে দেয়।

বিভিন্ন বাধা-বিপত্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা পদ্মাসেতু নির্মাণ কাজ হাতে নিলে দুর্নীতির অভিযোগ উঠে। আমরা প্রমাণ চাইলাম, তারা প্রমাণ দিতে পারেনি। তখন বলেছিলাম, আমি বঙ্গবন্ধুর কন্যা, নিজ অর্থায়নেই সেতু নির্মাণ করবো। আমরা বীরের জাতি জাতি কথা রেখেছি, নিজেদের অর্থায়নেই কাজ শুরু করেছি।

তিনি বলেন, গত জানুয়ারির আন্দোলনের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছেন।

সভায় সভাপতিত্ব করেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ। এতে বক্তব্য রাখেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী অ্যডভোকেট কামরুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-আলম খান লেলিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মাহবুব-উল-আলম হানিফ প্রমুখ।


শেয়ার করুন