কচ্ছপিয়ায় ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসীদের হানাঃ মহিলাসহ আহত ৪

ramu-news & pic- 13 jun (01)খালেদ হোসেন টাপু : রামু উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার পাশাপাশি বিচ্ছিন্ন ঘটনাও ঘটছে অহরহ। এরই ধারাবাহিকতায় রামু উপজেলার কচ্ছপিয়ায় সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৪ জন আহত হয়েছেন। রোববার (১২ জুন) রাত ১০টার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা এলাকায় ব্যবসায়ি মো. ইসমাঈলের বসত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতদেরকে কক্সবাজার সদর হাসপাতাল ও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
আহতরা হলেন- ব্যবসায়ি মো. ইসমাঈল (৩০) ও তার স্ত্রী জুবাইদা বেগম (২২), আমির হোছেন (৫৫), নুরুল আজিম (২৮)।
রামু থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে উৎপেতে থাকা একদল চিহ্নিত সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে নিয়ে সংঘবদ্ধ হয়ে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা এলাকার ব্যবসায়ী মো. ইছমাইলের বসত ঘরে হামলা চালায়। এসময় বাড়ির প্রধান দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে গৃহিনীকে শ্লীলতা হানীর চেষ্টা করে এবং হামলাকারীরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। হামলার ঘটনায় গুরুতর আহত ৪জনকে স্থানীয়রা উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে যান। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পুরো এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এদিকে, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর আহতদের খোঁজ খবর নিয়েছেন এবং তিনি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনী নেওয়ার আশ্বাস দেন।


শেয়ার করুন