কক্সবাজার সিটি কলেজের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের বরণ

‘আলোকিত মানুষ হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে ব্রতী হও’

ef4b22f9-9bd2-455e-913f-9d925542b6f6সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সিটি কলেজের ২০১৬-১৭শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাশ রোববার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। নবনির্মিত ব্যবসা শিক্ষা ভবন মিলনায়তনে অধ্যক্ষ ক্যথিংঅং এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ক্লাশের কার্যক্রম আরম্ভ হয় সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে। অধ্যাপক জ্যোস্না ইয়াসমিনের সঞ্চালনায় পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন অধ্যাপক আনোয়ার জাহেদ, গিতা পাঠ করেন অধ্যাপক পবন পাল এবং ত্রি পিটক পাঠ করেন অধ্যাপক মনিকা বড়ূয়া। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল কালামের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ জাফর সাদেক, হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, বাংলার বিভাগীয় প্রধান অধ্যাপক শরমিন সিদ্দিকা, ব্যবসায় ব্যবস্থাপনা শাখার অধ্যাপক সাইফুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক তসলিমা রশিদ, ইংরেজী বিভাগের অধ্যাপক হাশেম উদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বিভাগীয় প্রধান অধ্যাপক আক্তার উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনার বিভাগীয় প্রধান অধ্যাপক মং ম্রা ছিন, রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহানুর আক্তার, গণিতের অধ্যাপক মোঃ আরিফুল ইসলাম, সমাজ বিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক এহেছানুল হক হেলালী, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মঈনুল হাসান চৌধুরী পলাশ এবং উপস্থিত অভিভাবকদের মধ্য হতে অধ্যাপক মুফিদুল হক। বক্তাগন কলেজের নিয়ম শৃঙ্খলার প্রতি আনুগত্য থেকে এবং কলেজের বিদ্যমান সকল ধরনের সূযোগ সুবিধা ব্যবহার করে শিক্ষার্থীদেরকে অভিভাবকদের প্রত্যাশার পূরণে সচেষ্ট থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, কক্সবাজার সিটি কলেজের চলতি ২০১৬-১৭শিক্ষা বর্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞানের ২২৫, মানবিকের ৫৫০ এবং ব্যবসা শিক্ষায় ৪৭৫ মোট ১২৫০ সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে অধীনে পাঁচটি ট্রেডে ২০০ টি নিয়ে সর্বমোট ১৪৫০ টি নির্ধারিত আসন রয়েছে। যা কক্সবাজার জেলাতো বটেই কর্ণফুলি নদীর দক্ষিণ পাড়েও সর্বোচ্চ। তন্মধ্যে ইতোমধ্যে ৯৫ শতাংশেরও অধিক আসনে ভর্তির কার্যক্রম সম্পন্ন হয়েছে। কলেজের শতাধিক সুপ্রশিক্ষিত শিক্ষক এবং পর্যাপ্ত শ্রেণী কক্ষ ছাড়াও অর্ধ ডজন ডিজিটাল ক্লাশরুম, সিসি ক্যামেরার মাধ্যমে নিবিড়ভাবে শৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের সদা সচেষ্ট থাকায় কক্সবাজার সিটি কলেজের প্রতি সাধারণের মধ্যে আগ্রহ ও আস্থা সৃষ্টি হচ্ছে অতি দ্রুত।


শেয়ার করুন