কক্সবাজার সরকারী কলেজে বাংলা বিভাগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বার্তা পরিবেশক:

কক্সবাজার সরকারী কলেজের বাংলা বিভাগের উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্বাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৯ মার্চ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মুজিবুল হক চেীধুরীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ফজলুল করিম চৌধুরী। আদহাম বিন ইবরাহিম ও আইরিন আক্তারের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক হ্লানছেনবু। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ছলিমুর রহমান, রাষ্ট্র বিঙান বিভাগের সহকারী অধ্যাপক আবুল মনছুর, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আযুব আলী ভুইয়া, ইসলামের ইতিহাসের সহযোগী অধ্যাপক আজিজুল মোস্তফা বুলু, ইংরেজী প্রভাষক মিথুন চক্রবর্তী। সভায় আরো বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ইসলাম মাহমুদ, মনির ইউসুফ ও বেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, স্বাধীনতার চুয়াল্লিশ বছরে আমাদের প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা অনেক বেশী। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সুখি সমৃদ্ধশালী দেশ গঠনে নৈতিক মান সম্পন্ন নাগরিক হিসেবে নিজেকে গড়তে হবে এবং স্বাধীন বাংলাদেশের স্বপ্ন পূরণে অগ্রণী ভুমিকা রাখতে হবে। অনুষ্ঠানের শুরুতে “স্বাধীনতা দিবস প্রজন্ম কথা” প্রবন্ধ পাঠ, কবিতা আবৃতি, স্বাংস্কৃতিক অনুষ্টান পরিবেশিত হয়।


শেয়ার করুন