কক্সবাজার সরকারি কলেজের বিএনসিসি কার্যক্রম পরিদর্শনে প্রতিরক্ষা সচিব

সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সরকারি কলেজের বিএনসিসি কার্যক্রম পরিদর্শন করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল। এ সময় বিএনসিসির কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আধুনিক বাংলাদেশ বিনির্মানে ক্যাডেটদের অগ্রনী ভূমিকা পালন করার আহবান জানান তিনি।
রবিবার (২৮ ফেব্রুয়ারী) কলেজে পরিদর্শনে গেলে তাকে গার্ড অব অনার প্রদান করে বিএনসিসির চৌকস দল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন- কক্সবাজার সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর কামরুল আহসান এবং উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম, বিএনসিসি’র উর্ধতন কর্মকর্তা ও বিএনসিসি’র সেনা শাখার প্লাটুন কমান্ডার জনাব মফিদুল আলম, নৌ শাখার প্লাটুন কমান্ডার জনাব মুহাম্মদ উল্লাহ, রামু সরকারি কলেজের প্লাটুন কমান্ডার জনাব মোবারক হোসেন,কক্সবাজার সিটি কলেজের প্লাটুন কমান্ডার জনাব উজ্জ্বল কান্তি দে।


শেয়ার করুন