কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর নবীণ বরণ

যঙ১১১১

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০১৬ সালে প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে ভর্তিকৃত ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রদের বরণ করার নিমিত্তে “নবীণ বরণ” অনুষ্ঠিত হয়। পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নবীণ ছাত্রদের রজনীগন্ধা ফুল দিয়ে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্বাস আহমদ এর গানের মাধ্যমে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ফজলুল করিম চৌধুরী। তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন তারা যেন মানব সেবার ও মনে দেশ প্রেম ধারণ করে লেখাপড়া করে, কারণ শিক্ষার্থীরা দেশের গরীব জনগণের অর্থ দ্বারা পড়ালেখা করে।বড় হয়ে তারা যেন তাদের জনগণের ও দেশের ঋণ শোধ করতে পারে। অনুষ্ঠানে বক্তৃত্য রাখেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ.কে. ফারুক আহমদ, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহজাহান কুতুবী, মোঃ আবদুর রহিম এবং স্বাগত বক্তব্য রাখেন মোক্তার আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখতে গিয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি রাম মোহন সেন বলেন-নবীণেরা যেন অত্র বিদ্যালয়ের প্রবীণদের অনুসরণ করে নিয়ম শৃঙ্খলার সাথে পড়ালেখায় মনোযোগী হয়। দশম শ্রেণীর ছাত্ররা বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য সাফল্য ও বর্তমান কার্যক্রমের উপর আলোক চিত্র প্রদর্শন করে। অনুষ্ঠানটি সঞ্চালন করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক আফরোজা সুলতানা ও রাশেদ হোসাইন। 


শেয়ার করুন