সম্প্রীতি বিনষ্টকারীদের স্থান পৃথিবীর কোথাও নেই

কক্সবাজার শহরে পূজামন্ডপ পরিদর্শনে সাংসদ কমল

MP komol pic (1)সংবাদ বিজ্ঞপ্তি ॥

কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে পূজামন্ডপ পরিদর্শনকালে কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন- ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নক্ষত্র। বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে সকল ধর্মের লোকেরা নির্বিঘে্ন নিজ নিজ ধর্ম পালন করতে পারছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দূঢ় অঙ্গীকার নিয়ে আওয়ামীলীগ আজ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, তাই সকল ধর্মের সমঅধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে এবারে দুর্গোৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোন প্রকার আইন শৃংখলা বিঘœ করার চেষ্টা করলে কঠোর হস্তে তা দমন করা হবে। শারদীয় দূর্গোৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।
২১ অক্টোবর বুধবার সন্ধ্যার পর থেকে কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় পূজা মন্ডপ পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের কেন্দ্রীয় কালী মন্দির, স্বরস্বতী বাড়ি, কালী বাড়ি, বঙ্গ পাহাড়, হরিজন পাহাড়, গোলদিঘীর পাড়, ঘোনার পাড়া, জাদিারাম পাহাড়, লাবণী বীচ এলাকা, কৃষ্ণানন্দধাম মন্দির, খুরুশকুল পাল পাড়া, টাইম বাজার, ফকির পাড়াসহ পাশর্^বর্তী এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেন সাংসদ কমল।

এসময় পূজারী ও দর্শণার্থীদের উদ্দেশ্যে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় বলেন- এদেশে বিএনপি-জামাত বারে বারে সাম্প্রদায়িক শক্তিকে বিনষ্টের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। মৌলবাদের স্থান পৃথিবীর কোথাও নেই। তারা সারা দুনিয়ায় আজ ঘৃণিত, উপেক্ষিত। অতীতের মতো আওয়ামীলীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বোচ্চ ত্যাগ করে যাবে উল্লেখ করে তিনি নির্বিঘেœ সবাইকে ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন- কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা টিপু সুলতান, সদর উপজেলা যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-সম্পাদক নুর আল হেলাল, আইন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ইসমাঈল সাজ্জাদ, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারী আবু বক্কর ছিদ্দিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব দে রাজু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ মোনাফ সিকদার, জেলা ছাত্রলীগ নেতা ফয়সাল আব্দুল্লাহ, ইব্রাহীম আজাদ বাবু, আইন কলেজ ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক হারিছুর রহমান, পলিটেকনেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, জেলা ছাত্রলীগ নেতা রুবায়চুরর রহমান, মিজানুর রহমান হিমেল, নাজমুল ইসলাম শাকিল, জাকির হোসেন, মেহেদী হাসান, মারুফ হোসেন, তৌহিদুল ইসলাম, এহেছানুল হক, হাফিজুর রহমান লাভলু, মাজহারুল, রুহুল, রায়হান, মারুফসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা।


শেয়ার করুন