কক্সবাজার-মহেশখালী ফেরীঘাট চালু টেকনিক্যাল কমিটির বৈঠক

20160718_105700
এম.এ আজিজ রাসেল :
কক্সবাজার-মহেশখালী মানুষের দীর্ঘদিনের দাবি ফেরিঘাট সার্ভিস চালু হতে যাচ্ছে শীঘ্রই। এ লক্ষে ১৮ জুলাই সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে টেকনিক্যাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোঃ নুর-উর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগের যুগ্ন সচিব মানিন্দ্র কিশোর মজুমদার জানান, এখানকার মানুষের দাবি ও স্থানীয় জনপ্রতিনিধির প্রচেষ্টায় সরকার কক্সবাজার-মহেশখালী ফেরিঘাট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে পরিকল্পিত প্রকল্প গ্রহণ করা হয়েছে। স্থান নির্ধারণ হলে ফেরিঘাট স্থাপনের কাজ শুরু করা হবে। তারা জানান, গত দুই দিন ধরে ৭-৮টি স্থান পরিদর্শন করেছেন টেকনিক্যাল কমিটি। তার মধ্যে সবার কাছে পছন্দ হয়েছে খুরুস্কুল ঘাট। কারণ এই ঘাটের চ্যানেলের প্রসারতা রয়েছে। তাছাড়া ঢেউ ও স্রোতের তীব্রতা কম। তাই মন্ত্রণালয়ে ওই স্থান নিয়ে রিপোর্ট করার পর তা বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে। বৈঠকে উপস্থিত ছিলেন, সাংসদ আশেক উল্লাহ রফিক জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আবুল ফজল মীর, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহ সচিব মুঃ আনোয়ার পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমদ (রেভিনিউ), কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়–য়া, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম সিদ্দিকী, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ মোফাজ্জল হোসেন ও মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া।


শেয়ার করুন