কক্সবাজার পৌরসভার ব্যাটমিন্টন প্রতিযোগিতা শুরু

COXSBAZAR-POROSOVA
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেছেন-, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। একজন প্রতিভাবান যুবক যদি নিজের মাঝে লুকিয়ে থাকা প্রতিভাকে কাজে লাগায় তাহলে সে দেশের একটি সম্পদ হয়ে দাঁড়াতে পারে। তাই তিনি যুব সমাজকে ক্রীড়াঙ্গনে ক্রীড়া চর্চার সাথে সম্পৃত্ত থাকার আহবান জানান। ২৩ জানুয়ারী সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার ব্যাটমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র সরওয়ার কামাল উপরোক্ত কথা বলেন। টুর্ণামেন্ট কমিটির আহবায়ক পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবিরের সভাপতিত্বে ও পৌর সচিব মোঃ শামসুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, মহিলা কাউন্সিলর মনজুমন নাহার, মহিলা কাউন্সিরর হুমায়রা বেগম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, সদস্য রতন দাশ, সাবেক পৌর কাউন্সিলর আসিফুল মওলা প্রমুখ। টুর্ণামেন্টে মোট ৫০ টি দল অংশগ্রহণ করছে।


শেয়ার করুন