কক্সবাজার পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন ফোরামের বার্ষিক সম্মেলন

minarসংবাদ বিজ্ঞপ্তি : “মানবতার পথে ” এই স্লোগান সামনে রেখে একঝাঁক তরুণ নিয়ে গঠিত কক্সবাজার পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন ফোরামের ২য় বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কক্সবাজার সহ সারা বাংলাদেশের পরিবেশ ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে সম্মেলনে বক্তারা আলোচনা করেন।
সংগঠনের প্রধান পরিচালক মোঃ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক (প্রশাসন) মিনার হাসান, ইস্যু ও অ্যাকশন সমন্বয়ক শাহ আবু বককর, বিশেষ সমন্বয়ক আব্দুল আজিজ, প্রকল্প পরিচালক শামসুল ইসলাম, অপারেশন পরিচালক আব্দুল হান্নান, , ব্যাবস্থাপনা পরিচালক মিজানুর রহমান । এছাড়া আরো বক্তব্য রাখেন মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত, সহযোগী মিডিয়া সম্পাদক ফাহিমুল আলম তানভীর, শরণার্থী ও অভিবাসন বিভাগের সহযোগী সম্পাদক মো: তোফা বক্তব্য রেখেছেন সদস্য মো: নুরুল ইসলাম,সদস্য হাফেজ মোর্শেদুল হক, সহযোগী সাংগঠনিক সম্পাদক,দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রন সম্পাদক মহিউদ্দিন, ক্রীড়া ও যুব উন্নয়ন সম্পাদক জয়নাল উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুল হালিম, শিশুকল্যান সমন্বয়ক মো: আবদুস সামাদ আজাদ। সংগঠনের বার্ষিক কর্মসূচি ও অগ্রগতি নিয়ে সম্মেলনে আলোচনা করেন প্রধান পরিচালক। পরে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয় এবং দু:স্থ শিশুদের ইফতার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে সম্মেলন সমাপ্ত হয়।


শেয়ার করুন