কক্সবাজার পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন ফোরামের মে দিবস উদযাপন

received_1821921514727980সংবাদ বিজ্ঞপ্তিঃ
১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে কক্সবাজার পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা আজ সংগঠনের কার্যালয়ে অনুষ্টিত হয়।
সংগঠনের পরিচালক(প্রোগ্রাম) আব্দুল আলিমের সঞালনায় এবং প্রধান পরিচালক মোঃ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পরিচালক(অপারেশন) আবদুল হান্নান,পরিচালক(প্রোগ্রাম) আবদুল আলীম,পরিচালক(প্রজেক্ট)শামশুল ইসলাম,পরিচালক(ক্যাম্পেইন) মোহাম্মদ আবদুস সামাদ আজাদ,অতিরিক্ত পরিচালক (জনশক্তি) সালাহ উদ্দিন, সমন্বয়ক(ইস্যু ও অ্যাকশন)শাহ আবু বককর,সমন্বয়ক(শিশু সম্পদ উন্নয়ন)ইয়াসির আরফাত,সমন্বয়ক (বিশেষ দায়িত্ব) আব্দুল আজিজ,সহকারী সম্পাদক(মানবাধিকার) রিফাত আকাশ,সহকারী সম্পাদক(শরণার্থী ও অভিবাসন)ইলহাম সাদ তৌফা,সহকারী সম্পাদক(যুব ও ক্রীড়া)টিপু সুলতান প্রমুখ।
সভায় শ্রমিক দিবসের ইতিহাস,সিরিয়ার পরিস্থিতি,শ্রম উন্নয়ন,শিশু শ্রম,নেপালের সাংস্কৃতি জীবন ধারা,মাওলানা ভাসানীর জীবনী,হাওর অঞ্চলের দুদর্শা,রোহিঙ্গা সমস্যা,উত্তর আফ্রিকার দুর্ভিক্ষ,তেভাগা আন্দোলন প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।


শেয়ার করুন