কক্সবাজার থেকে অপহৃত শিশু চকরিয়ায় উদ্ধার, আটক ১

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরের পাহাড়তলি এলাকা থেকে অপহৃত শোয়াইব নামের এক শিশুকে র‌্যাব সদস্যরা চকরিয়া উপজেলার দিগরপানখালী এলাকা থেকে উদ্ধার করেছেন। অপহরণের প্রায় সাড়ে ১২ ঘন্টা পর ওই শিশুকে উদ্ধার করা হয়।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিপ্লব দাশ নামে এক যুবককে আটক করা হয়েছে।

র‌্যাবের কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আহমদ হোসেন মহিউদ্দিন সাংবাদিকদের জানান, শনিবার ইফতারের পর শহরের পাহাড়তলির কচ্ছপিয়া পুকুর পাড় এলাকা থেকে ওই এলাকার ফজল করিমের চার বছর বয়সি সন্তান আবরা মির শোয়াইবকে অপহরণ করে চকরিয়ার দিগরপানখালী এলাকার শচীন্দ্র মহাজন বাড়ির পরিমল দাশের ছেলে বিপ্লব দাশ।
তিনি জানান, ওই শিশুকে অপহরণের পর অপহরণকারী বিপ্লব শিশুটিকে জীবিত ফেরত পেতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
সূত্র মতে, এই ঘটনার পর শিশুর বাবা ফজল করিম বিষয়টি র‌্যাবের কক্সবাজার কোম্পানিকে অবহিত করেন।
মেজর মহিউদ্দিন জানান, ওই অভিযোগ পাওয়ার পর র‌্যাবের একটি দল রোববার সকাল সাড়ে ৭টার দিকে ‘অপহরণকারি’ বিপ্লব দাশের বাড়ি থেকেই শিশু শোয়াইবকে উদ্ধার করেন। ওই শিশু অপহরণের অভিযোগে বিপ্লব দাশকে আটক করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব দাশ অপহরণের বিষয়টি স্বীকার করেছে। সে র‌্যাবকে জানিয়েছে, শিশুটির বাবা ফজল করিমের সাথে অর্থনৈতিক লেনদেনের বিষয়কে কেন্দ্র করে শোয়াইবকে অপহরণ করেছে।
এমন তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর আহমদ হোসেন মহিউদ্দিন।
তিনি জানান, ধৃত অপহরণকারিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশে সোপর্দ করা হবে।


শেয়ার করুন