কক্সবাজার জেলা ছাত্রলীগের জরুরী সভা অনুষ্ঠিত

Cox Dist. BSL Picture..psdসংবাদ বিজ্ঞপ্তি:
৪ঠা জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজার জেলা ছাত্রলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার বিকেল ৩টায় কক্সবাজার শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে উক্ত জরুরী সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন- কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি মোরশেদ হোসাইন তানিম, সাধারণ সম্পাদক শাকিল আজম, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, কক্সবাজার আইন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ইসমাঈল সাজ্জাদ, সাধারণ সম্পাদক হারেছ চৌধুরী, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দীন, সাধারণ সম্পাদক ওয়াসিফ কবির, কক্সবাজার পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসাইন, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন খোকন, কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ন-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠু, পেকুয়া উপজেলা ছাত্রলীগের নেতা কফিল উদ্দিন বাহাদুর, সালাহউদ্দিন আহমেদ, মহেশখালী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াজেদ আলী মুরাদ, যুগ্ন-আহ্বায়ক পরোয়ার হাবিব মোস্তফা বকুল, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক মকবুল হোসাইন মিথুন, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি নওশাদ মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক সাইমুন ও যুগ্ন-আহ্বায়ক বুলবুল, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক আবু ইউসুফ জয় ও যুগ্ন-আহ্বায়ক তানভীর প্রমুখ।
এছাড়াও রামু উপজেলা, কুতুবদিয়া উপজেলা, কক্সবাজার সিটি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৪ঠা জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় জেলা ছাত্রলীগের আওতাধীন ইউনিট সমূহের নেতৃবৃন্দরা তাদের বক্তব্য উপস্থাপন করেন।


শেয়ার করুন