কক্সবাজার উপকুলে ২৪ বছরের সর্বোচ্চ জোয়ারের রেকর্ড!

আহমদ গিয়াস: 

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বুধবার সকালে কক্সবাজার উপকুলে অস্বাভাবিক উচ্চতার সামুদ্রিক জোয়ার আচঁড়ে পড়ে। ১৯৯৭ সালের ঘূর্ণিঝড়ের পর গত ২৪ বছরের ইতিহাসে এটিই কক্সবাজার উপকুলে সর্বোচ্চ জোয়ারের রেকর্ড বলে জানান স্থানীয়রা। যদিও ৯৭ সালের ঘুর্ণিঝড়ের মতো বাতাসের গতিবেগ বুধবারের জলোচ্ছ্বাসের সময় ছিল না। আমি টানা ৭ বছর ধরে কক্সবাজার উপকুলের আবহাওয়া ও সামার মনসুন-এ (এসএম) সামুদ্রিক জোয়ার পর্যবেক্ষণ করে আসছি। কিন্তু এমন উচ্চতার জোয়ার আগে দেখিনি। তবে ৯১ সালের ঘূর্ণিঝড়ের সময় এরচেয়েও ৪ ফুটের বেশি উচুঁ জলোচ্ছ্বাস হয়েছে।

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বুধবার সকালে কক্সবাজার উপকুল থেকে ৫ শতাধিক কি.মি দূর দিয়ে বঙ্গোপসাগরের পশ্চিম উপকুলে আঘাত হানে। কিন্তু এর প্রভাবে বঙ্গোপসাগরের পূর্ব উপকুলের জনপদ কক্সবাজারে অস্বাভাবিক উচ্চতার সামুদ্রিক জোয়ার আচঁড়ে পড়ে। তীব্র সামুদ্রিক জোয়ারের তোড়ে কক্সবাজার শহর, মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ ও সেন্টমার্টিনের ৩ শতাধিক গ্রাম প্লাবিত ও শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

যদি ঘূর্ণিঝড় ইয়াস কক্সবাজার উপকুলের ওপর দিয়ে বয়ে যেত! কী অবস্থা হত আমাদের, ভাবা যায়?


শেয়ার করুন