কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের বিবৃতি

সংবাদ বিজ্ঞপ্তি ॥
হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এদেশের সকল আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা প্রশংসনীয়। বিশ্বে এমন কোন ছাত্র সংগঠন নেই যেই সংগঠনের ১৭ হাজার নেতাকর্মী একটি দেশের জন্য প্রাণ দিয়েছে। ছাত্রলীগ সকল অনিয়ম, অস্পষ্ট ও অসত্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার।
সাম্প্রতিক সময়ে জঙ্গীবাদের উত্থান ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধেও ছাত্রলীগের অবস্থান স্পষ্ট। ছাত্রলীগ নেতাকর্মীরা নিজেদের প্রাণের বিনিময় বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ রক্ষা করবে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা উল্লেখ করেন বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দীন ও সাধারণ সম্পাদক ওয়াসিফ কবির যৌথ বিবৃতিতে জানান- মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা জনসভায় ঘোষণা দিয়ে কক্সবাজারবাসীকে উপহার হিসেবে একটি বিশ্ববিদ্যালয় দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয় দক্ষিণ চট্টগ্রামের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়- সাম্প্রতিক সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গীবাদের আস্ফালনের ব্যাপারে সতর্ক রয়েছে ছাত্রলীগ। জঙ্গীবাদের বিরুদ্ধে ছাত্রলীগের ভূমিকা সর্বমহলে প্রশংসনীয় হয়েছে। একইভাবে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও সতর্ক রয়েছে ছাত্রলীগ। এই ইউনিভার্সিটিতে যদি কেউ কোন ধরনের জঙ্গীবাদী কার্যক্রম করে বা করার চেষ্টা করে তাহলে তা শক্তহাতে দমন করা হবে।
আর ইউনিভার্সিটির বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্যগুলো যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়ার জন্য ইউনিভার্সিটির সর্বোচ্চ কর্তৃপক্ষ বোর্ড অফ ট্রাস্টিজের প্রতি দাবী জানান ছাত্রলীগ। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দৃঢ়কণ্ঠে সকলের প্রতি স্পষ্ট করেন- সব ধরনের জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ছাত্রলীগ সোচ্চার। আর এই ধরনের কোন সংশ্লিষ্টতা যদি প্রমান হয় বা পূর্ব তথ্য থাকে তাহলে এসবের বিরুদ্ধে আন্দোলনে নেমে শক্তহাতে প্রতিহত করবে ছাত্রলীগ।


শেয়ার করুন