কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলে জাতীয় শোক দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ৪৪-তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলে বৃহস্পতিবার, শ্রদ্ধাঞ্জলি – শোক র‍্যালি, চিত্রাংক প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়।
স্কুলের পক্ষে অধ্যক্ষ রফিকুল ইসলামের নেতৃত্বে সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোক র‍্যালিতে অংশগ্রহণ করেন।
স্কুল প্রাঙ্গণে জাতীর পিতার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বাংলাদেশকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধুকে ভালোবাসতে হবে। তাই বঙ্গবন্ধুকে জানতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে পড়তে হবে।

শেষে স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীর পিতার স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।


শেয়ার করুন