কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

coxs pic 1জাবেদ ইকবাল চৌধুরী :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি আজ শুক্রবার (৫ আগস্ট) সকাল ১০টায় কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের নব-নির্মিত ভবন উদ্বোধন করেন । এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের এমপি আব্দুর রহমান বদি, কক্সবাজার-২ আসনের এমপি আশেক উল্লাহ রফিক,কক্সবাজার-১ আসনের এমপি মোঃ ইলিয়াছ, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, পাসপোর্ট বিভাহের ডিজি. কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা আওয়ামীলীগ সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
coxs pic 2 প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। তিন তলা বিশিষ্ট (প্রায় ৯৯৩৭ বর্গ ফুট) পাসপোর্ট অফিস ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তর। সরকার ১৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের কাজ অনুমোদন দেয়া হয় ২০১২ সালের জানুয়ারী হতে। এ প্রকল্প মেয়াদ শেষ হওয়ায় কথা রয়েছে চলতি ২০১৬ সালের ডিসেম্বর। গত ২০১৫ সালে শুরু হয় কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ কাজ। গত মার্চ মাসে এটির পুরোপুরি নির্মাণ কাজ সম্পন্ন করেন গণপূর্ত বিভাগ। স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের অধীনে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস ২০০৯ সালের জুন মাসে যাত্রা শুরু করে। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে জেলার অধিবাসীদের জন্য হাতে লেখা পাসপোর্ট প্রদানের মাধ্যমে কাযর্ক্রম শুরু করা হয়। পরবর্তীতে ২০১১ সালের ২২ সেপ্টেম্বর ‘মেশিন রিডেবল পাসপোর্ট ও ভিসা প্রকল্প’ এর আওতাভুক্ত করা হয়।


শেয়ার করুন