কক্সবাজারে ৫ মাত্রার ভূকম্পন

 

কক্সবাজার: কক্সবাজারসহ দেশের বেশ কিছু স্থানে মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ধরনের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। সোমবার (০১ আগস্ট) বিকেল ৪টা ১ মিনিটে এ ভূমিকম্প অনুভুত হয়।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বাংলামেইলকে জানান, কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবানসহ বেশ কিছু স্থানে বিকেল ৪টা ১ মিনিট ১২ সেকেন্টে ৫ মাত্রার মাঝারী ধরনের ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়াবিদ নাজমুল হক আরো জানান, এ ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল রাজধানীর আগারগাঁও থেকে ৫০৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারে।

বাংলামেইল


শেয়ার করুন