কক্সবাজারে সেন্টার ফর হিউম্যান রাইটস্ মুভমেন্টে’র সংবাদ সম্মেলন

এম.এ আজিজ রাসেল :

দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের উপর দমন-নিপীড়ন চালিয়ে আসছে মিয়ানমার। সেখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ বিশ্ব নেতাদের কোন কথায় কর্ণপাত করছে না। উল্টো তাদের নির্যাতনের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে অসহায় নারী, শিশু, পুরুষসহ বৃদ্ধাদের নির্মম নির্যাতন করা চিত্র ফুটে উঠেছে গণমাধ্যমে। তারা কাউকেই রেহায় দিচ্ছেনা। খুন, ধর্ষণ ও লুটপাট মিয়ানমারের নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। প্রতিনিয়ত লংঘন করছে মানবাধিকার। প্রাণ বাচাঁতে রোহিঙ্গারা এ দেশে পালিয়ে আসছে। তাদের মুখ থেকে নির্যাতনের ভয়াবহ কাহিনী শুনলে চোখে পানি চলে আসে। তাই মানবিক বিবেচনায় এসব রোহিঙ্গাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসা দরকার। এ নিয়ে সরকারের পরাষ্ট্রনীতি ও আভ্যন্তরীণ নীতি প্রশংসার দাবিদার। ১৪ জানুয়ারী বিকালে কক্সবাজার প্রেস ক্লাবে সেন্টার ফর হিউম্যান রাইটস্ মুভমেন্ট আয়োজিত নির্যাতিত রোহিঙ্গাদের বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে বক্তারা উপরোক্ত কথা বলেন।

সেন্টার ফর হিউম্যান রাইটস্ মুভমেন্ট এর চেয়ারম্যান খ্যাতনামা আইনজীবী ড. মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা দৈনিক এই বাংলার চেয়ারম্যান কাজী দেলোয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন, কলামিষ্ট ও লেখক সাংবাদিক সৈয়দ তোশারফ আলী, কলামিষ্ট ও সাংবাদিক রফিকুল ইসলাম বুলবুল, লায়ন খেলাফত হোসেন বাচ্চু, মিজানুর রহমান মানিক, বনপার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, সংগঠনের নির্বাহী প্রধান মোঃ মোজাজেদুল ইসলাম মুজাহিদ ও নারী নেত্রী আঞ্জুমান আরা তন্বী। এর আগে সংগঠনটির একটি প্রতিনিধি দল সকালে টেকনাফ-উখিয়া শরনার্থী শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা অবলোকন করেন। এসময় নেতৃবৃন্দ তাদের ধৈর্য্য ও শান্ত থাকার আহবান জানান।


শেয়ার করুন