কক্সবাজারে শিক্ষার্থীদের মানববন্ধন

pic-31-10-15প্রেস বিজ্ঞপ্তি॥

মানুষ আমরা রোবট নয়, নয়টির মাঝে ৬টি চাই,৭ টি নয়। এই শ্লোগানে আজ সকালে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ২০১৭ সালের এসএসসি ও এইচএসসি পরিক্ষার্থীরা মানববন্ধন পালন করেছে।

কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ইবনুল আকিব চৌধুরী’র সভাপতিত্বে মানববন্ধ অনুষ্টান পরিচালনা করেন আশরাফ শরিফুল তাসনিক।

এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল, বিপ্লব মুন্না, জসিম উদ্দিন, আহমদ ফরহাদ, মুনতাকিম শুভ, আলভি, শাহজাদ, তানভির প্রমুখ।

এতে বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রনালয়ের সমস্ত সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে সময় না বাড়িয়ে অতিরিক্ত প্রশ্ন যোগ করায় আমাদের কচি হৃদয়ে চরম প্রভাব পড়বে। এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে এমন আশংকার কথা জানিয়েছেন বক্তারা।

এছাড়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়, পৌর-প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ৩ শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন