কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের

কক্সবাজারে রক্তদাতা দিবস পালন

sark-960x521-960x521প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রক্তদাতা দিবস পালন বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়েছে। ১৪ জুন বিকালে কক্সবাজারের এক হোটেলের রেস্টুরেন্টে এই উপলক্ষ্যে এক আলোচনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনে জেলা সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি এড. আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সারওয়ার সাঈদ।
আলোচনা সভায় অতিথিরা বলেন, রক্তদানের মাধ্যমে লাখ লাখ মানুষ জীবন ফিরে পাচ্ছে। অন্যদিকে রক্তদানের মাধ্যম অনেক সমাজে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। মানুষের মাঝে ভাতৃত্ব সৃষ্টি হয়। শুধু তাই নয়; রক্তদানের মাধ্যমে রক্তদাতারও শারীরিক ও মানসিক অনেক উপকার হয়। তাই নিরাপদ রক্তদানের সবাইকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব’র এডমিন আবদুল হালিম, জামাল হোসাইন, রমজান আলী নিরব ও সহকারী এডমিন রায়হান সুবেদা। অনুষ্ঠানের শেষে ক্লাব কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব’র ওয়েব সাইট উদ্বোধন করেন অতিথিরা।


শেয়ার করুন