কক্সবাজারে ব্যবসায়ীদের মানববন্ধন ৮ ফেব্রুয়ারী

CIMসংবাদ বিজ্ঞপ্তি:

চলমান সহিংসতা বন্ধ ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবীতে “দেশ বাঁচাও অর্থনীতি বাঁচাও” শ্লোগানে দেশের শীর্ষ বানিজ্য সংগঠন “এফবিসিসিআই” ঘোষিত কর্মসূচীর আলোকে অন্যান্য জেলার ন্যায় আগামী ৮ ফেব্রুয়ারী বেলা ১২ টা থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত জাতীয় পতাকা হাতে কক্সবাজার পৌরসভা কার্যালয়সম্মুখে এক মানববন্ধন কর্মসূচী পালন করবে কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি। কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ৫ ফেব্রুয়ারী বিকেল ৪টায় কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র ১ম সহ-সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকার সভাপতিত্বে  পূর্ব বাজারঘাটা আবু সেন্টারস্থ কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র কার্যালয়ে কক্সবাজারের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক এক মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৮ ফেব্রুয়ারী দেশে চলমান সহিংসতা, অবরোধ হরতাল বন্ধ সহ ব্যবসায়ীদের নিরাপত্তা এবং ব্যবসার সুষ্ট পরিবেশ সৃষ্টির দাবীতে মানববন্ধন কর্মসূচীতে সকলের অংশগ্রহণের মাধ্যমে স্বার্থক ও সফল করার উপর সকলে মূল্যবান মতামত ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন-কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সহ-সভাপতি উদয় শংকরপাল মিঠু, পরিচালক ফজলুল কাদের চৌধুরী, রবিন্দ্র বিজয় বড়ুয়া, প্রদীপ রক্ষিত,দিপঙ্কর বড়–য়া পিন্টু, এ কে এম মাহতাবুল ইসলাম, সুপ্ত ভূষন বড়–য়া, ইমদাদুল হক, মোহাম্মদ উর রহমান মাসুদ, ও সচিব নাছের মাহমুদ, নারী উদ্যেক্তা চেম্বারের সাধারণ সদস্য, আয়েশা সিরাজ, জয়নব বেগম জেনী, খালেদা জেসমিন, ইয়াসমিন মালেকা, রুশন আক্তার, বিভিন ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক অজিত দাশ,সমির কান্তি দে, এম.এম.কিবরিয়া, আসাফ উ-দৌলা আশেক, রমজান আলী সিকদার, মিজানুর রহমান, রাশেদ আহাম্মদ, সনজিত দত্ত, মোঃ খোরশেদ আলম,শহিদুল ইসলাম, মোঃ কাশেম আলী,সাঈদ আলমগীর প্রমুখ ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।


শেয়ার করুন