কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস পালিত

Cotteg -27.09.15বিশেষ প্রতিবেদক :

‘শত কোটি পর্যটক শত কোটি সম্ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের কটেজ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ।
রবিবার ( ২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় হোটেল মোটেল জোন এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

কটেজ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কাজী রাসেল আহমেদ নোবেল এর নেতৃত্বে র‌্যালিটি লাবনী পয়েন্টের উম্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবস উদ্ধোধন করেন জেলা প্রশাসক জনাব আলী হোসেন। এ সময় সমিতির সভাপতি জেলা প্রশাসক জনাব আলী হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এতে কটেজের সকল ব্যবসায়ী ও সিমিতির সদস্যরা অংশ নেন। পরে লাবনী পয়েন্টের উম্মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত বক্তৃতায় জেলা প্রশাসক ‘শত কোটি পর্যটক শত কোটি সম্ভাবনা’ প্রতিনিধি হতে পারে বলে মন্তব্য করেন।

এ ছাড়াও সমিতির সকল সদ্যসরা ফুলের স্টিক দিয়ে বরণ করেন কক্সবাজার সৈকতে আসা পর্যটকদের।


শেয়ার করুন