কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস পালন

ইসলাম মাহমুদ
“ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে”এই প্রতিপাদ্য নিয়ে পর্যটন নগরি কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। কক্সবাজারে জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটি ও টুয়াক (ট্যুর অপারেটর এসোসিয়েশন কক্সবাজার) এর সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন ছিল।

শুক্রবার ২৭ সেপ্টেম্বর সকাল ৯টায় শহরের সুগন্ধা সী ইন পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় লাবণী পয়েন্টের মুক্তমঞ্চে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্ব আলোচনা সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। বক্তব্য রাখেন টুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, এডিসি (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল প্রমুখ। এ দিকে মহেশখালী ও চকরিয়াতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।


শেয়ার করুন