কক্সবাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরন

025প্রেস রিলিজ :

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার উদ্যোগে এতিম, দরিদ্র ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরন করেছে।
২৭ জানুয়ারী সকাল ১১টার দিকে শহরের বাজারঘাটাস্থ ব্যাংক কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরন করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক এন্ড এসএভিপি মোহাম্মদ ফরিদুল আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল।
কম্বল বিতরন অনুষ্টানে প্রধান অতিথি শহরের শতাধিক এতিম ও হাফেজে কোরআনদের মাঝে কম্বল বিতরন করেন। এতিখানাগুলোতে রয়েছে ইসলামিয়া মহিলা এতিম খানা, উমেদিয়া জামেয়া ইসলামিয়া এতিমখানা, বাচামিয়ার ঘোনা এতিমখানা, হাফেজিয়া তাজবিদুল কোরআন এতিম খানাসহ স্থানীয় দরিদ্র্রদের। উক্ত অনুষ্টানে বক্তারা বলেন, ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গরিব আর্তপীড়িতদের সেবায় ফার্স্ট সিকিউরিটি ব্যাংক নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে। এই ধরনের আর্তপীড়িতদের জন্য এই ব্যাংক ভবিষ্যতে সেবার কার্যক্রম অব্যাহত থাকবে। একইভাবে কক্সবাজার জেলার সাতটি শাখাসহ সারা বাংলাদেশে ১৩৭ টি শাখা নিয়ে এই কার্যক্রম চালিয়ে আসছে। উক্ত অনুষ্টানে ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী, এতিমখানার শিক্ষক, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


শেয়ার করুন