কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভা শনিবার

একদিনের সফরে আগামী ৬ মে শনিবার কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই পর্যটন শহরে এটি পঞ্চম সফর প্রধানমন্ত্রীর। সফরকালে প্রধানমন্ত্রী ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তার প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব (১) কাজী নিসাত রসুল স্বাক্ষরিত সফরসূচিতে জানানো হয়, প্রধানমন্ত্রী ৬ মে সকাল ৯টা ৪০ মিনিটে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে আসবেন। সেখানে তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়েতে সুপরিসর ৭৩৭-৮০০ বোয়িং বিমান চলাচলের উদ্বোধন করবেন। এরপর বেলা ১১টায় সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবি কর্তৃক এক হাজার ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশ্বের দীর্ঘতম কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধন করবেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সেনাবাহিনীপ্রধান উপস্থিত থাকবেন। বেলা সাড়ে ১১টায় উপস্থিত অতিথিবৃন্দের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বেলা ২টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার সরকারি কলেজের একাডেমিক ভবন ও একাডেমিক ভবন কাম এক্সামিনেশন হল, কক্সবাজার সরকারি কলেজে ও সরকারি মহিলা কলেজের ১০০ শয্যাবিশিষ্ট ছাত্রী নিবাস, উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের একাডেমিক ভবনের দ্বিতল এবং মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপলাইনসহ ৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। একই সঙ্গে কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় বাঁকখালী নদীর ওপর খুরুস্কু ঘাটে একটি বক্স গার্ডার ব্রিজ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অফিস ভবন, কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল, কক্সবাজার আইটি পার্ক, এলএনজি (লিকুফায়েড ন্যাচরাল গ্যাস) টার্মিনাল, এসপিএম (ইনস্টলেশন অব সিংগেল পয়েন্ট মুরিং) প্রকল্প, নাফ ট্যুরিজম পার্ক এবং কুতুবদিয়া কলেজের একাডেমিক ভবনসহ ৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।


শেয়ার করুন