কক্সবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সেমিনার

dsc07536এম.এ আজিজ রাসেল :

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের ভূমিকা ও আমাদের প্রত্যাশা” শীর্ষক সেমিনার এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা। ১৭ জানুয়ারী মঙ্গলবকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। প্রধান বক্তা বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সিনিয়র কিউরেটর ( উপসচিব) মো: বদিয়ার রহমান। বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীর অনেক দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণের ভূমিকা অপরিসীম। দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নতি করতে হবে। প্রযুক্তির এই শক্তিকে দেশের স্বার্থে পক্ষে কাজে লাগাতে হবে। এছাড়া শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তিখাতে বাড়িয়েছে বরাদ্দ। আগমী ফেব্রুয়ারীতে বিজ্ঞান সপ্তাহ ও মার্চে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসময় উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর (সার্বিক) কাজী হাসিবুদ্দীন আহমেদ, সহকারি কিউরেটর মাসুদুর রহমান, মুমিনুর রশীদ ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরসহ সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক, দ্বিতীয় স্থান অর্জন করেন সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রাবেয়া ইসলাম ও তৃতীয় স্থান অর্জন করেন মডেল হাই স্কুলের ছাত্রী সামাহা ওয়াফা।


শেয়ার করুন