কক্সবাজারে জশ্নে জুলছে হাজার হাজার জনতার ঢল

“আল্লাহর রহমত প্রাপ্তিতে খুশি প্রকাশের জন্য পবিত্র কুরআনে নির্দেশ রয়েছে”

8সংবাদ বিজ্ঞপ্তি ৥

কক্সবাজার জেলা গাউছিয়া কমিটি ও মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়ার উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ:) উপলক্ষে অনুষ্ঠিত জশ্নে জুলুছে বক্তাগণ বলেন, মহান রাব্বুল আলামীন সমগ্র সৃষ্টির জন্য তাঁর হাবীব হযরত মুহাম্মদ (দ:) কে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহর রহমত প্রাপ্তিতে খুশি প্রকাশের জন্য পবিত্র কুরআনে নির্দেশ রয়েছে। সুতরাং নির্দেশ পালনই হল রাসূল (দ:) এর পৃথিবীতে শুভাগমন দিবসে খুশী উদ্যাপন করা। তাই এ দিনে জশনে জুলুছ, ইবাদত বন্দেগী, দান-খয়রাত ও খাবার বিতরণ সহ বিভিন্ন ভাল কাজের মাধ্যমে শুধু শরীয়ত সম্মতই নয় বরং এক উত্তম ইবাদতও বটে।
গত ৪ জানুয়ারি বিমান বন্দর সড়কস্থ মাদ্র্সাা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া প্রাঙ্গণ হতে কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নবী প্রেমিক জনতার অংশগ্রহণে এ বর্ণাঢ্য জশনে জুলুস শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিশারী ঘাট ময়দানে এসে শেষ হয়। জুলুছের অগ্রভাগে সবুজ পাগড়ী পরিহিত ‘‘জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দ:)’’ খচিত ঢালা বহনকারী ছাত্র, হালকায়ে জিকির ও পিকআপে আরোহিত আলেম ওলামা ও শায়েরদের নাত-দরুদ ও মিলাদ-কিয়ামের সুর মুছর্নায় গোটা শহরময় স্বর্গীয় পরিবেশ অনুভূত হয়। রাস্তার দু’ধারে দাঁড়ানো লোকজন অংশগ্রহণকারীদের স্বাগত জানায়। জুলুছে নেতৃত্ব দেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব ওমর সুলতান, আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী, সিরাজুল ইসলাম চেয়ারম্যান, নুরুল ইসলাম নুরুসহ অন্যান্য নেতৃবৃন্দ।


শেয়ার করুন