কক্সবাজারে জঙ্গিবাদ বিরোধী চলচ্চিত্র উৎসব

bsuপ্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারে শুরু হয়েছে জঙ্গিবাদ বিরোধী চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার বেলা ১২ টায় শহীদ সুভাষ চলচ্চিত্র সংসদের আয়োজনে ওই উৎসবের উদ্ভোধন হয়। কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন। এসময় চলচ্চিত্র সংসদের পক্ষে আরো বক্তব্য রাখেন সৌরভ দেব। পাভেল দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত উৎসবের শুরুতে বক্তারা বলেন, ৩০ লক্ষ শহীদের রক্ত মিশ্রিত মাটিতে জঙ্গিবাদের ঠাই নাই। সুস্থ চলচ্চিত্র সুস্থ মনন সৃষ্টি করে। শিক্ষার্থীদের মাঝে এই মনন সৃষ্টি হলে জঙ্গিবাদ বাসা বাঁধতে পারে না।

এরপর তারেক মাসুদ নির্মিত ‘রানওয়ে’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী ওই চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের সার্বিক সহযোগিতা করেছেন জেলা শিল্পকলা একাডেমী চলচ্চিত্র সংসদ।


শেয়ার করুন